Hotel Center by Google

পরিষেবার শর্তাবলী

 

Hotel Center by Google-এর জন্য এই পরিষেবার শর্তাবলী (“শর্তাবলী”), Google LLC (“Google”)-এর মাধ্যমে কার্যকর করা হয়েছে এবং এই শর্তাবলী পরিচালনা করা এন্টিটি অথবা যা (“ট্রাভেল পার্টনার”) এই শর্তাবলীতে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্মতি জানায়।  এই শর্তাবলীর মাধ্যমে ট্রাভেল পার্টনারের Google Hotel Center-এর ব্যবহার পরিচালিত হয়, যার মধ্যে সংশ্লিষ্ট পরিষেবা, ফিচার ও কার্যকারিতা (“পরিষেবা”) পড়ে, (১) যা এই শর্তাবলীর (“অ্যাকাউন্ট”) সাথে যুক্ত থেকে ট্রাভেল পার্টনারের প্রদত্ত অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করা যায় অথবা (২) যেটি রেফারেন্স (সামগ্রিকভাবে, “Hotel Center”) অনুযায়ী এই শর্তাবলী প্রয়োগ করে।  

 

1. Hotel Center ব্যবহার করা।  ট্রাভেল পার্টনার, Google API সহ বিভিন্ন উপায়ের মাধ্যমে, Hotel Center-এ ডেটা, ফিড বা অন্যান্য কন্টেন্ট (“কন্টেন্ট”) জমা দিতে পারবেন। ট্রাভেল পার্টনার এই মর্মে সম্মতি জানায় যে কন্টেন্ট জমা দেওয়ার সময় 'Google-এর ট্রাভেল পার্টনার'-এ উপলভ্য সব তথ্য বা স্পেসিফিকেশন মেনে চলবে। Google কিছু উপলভ্য কার্যকারিতা তৈরি করতে পারে যার মাধ্যমে সেটি ট্রাভেল পার্টনারকে, আরেকটি Google পরিষেবার মাধ্যমে, Hotel Center থেকে কন্টেন্ট এক্সপোর্ট, লিঙ্ক, ট্রান্সফার বা অন্যথায় ব্যবহার করার অনুমতি দেয়। সেক্ষেত্রে, Google-এর সেই অপর পরিষেবার নিয়ম ও শর্তাবলী ট্রাভেল পার্টনারের সংশ্লিষ্ট পরিষেবার ব্যবহারের সাপেক্ষে প্রযোজ্য হবে এবং সেখানে এই শর্তাবলীর মাধ্যমে ট্রাভেল পার্টনারের Hotel Center ব্যবহার পরিচালনা করার কাজ চালিয়ে যাওয়া হবে। ট্রাভেল পার্টনার নির্দিষ্ট কিছু ঐচ্ছিক Hotel Center পরিষেবা বেছে নিলে, ট্রাভেল পার্টনারকে সেই সংশ্লিষ্ট পরিষেবার সম্পর্কযুক্ত আলাদা শর্তাবলীতে সম্মতি জানাতে হবে।  কিছু Hotel Center পরিষেবাকে “বিটা” অথবা অন্যভাবে কাজ করতে পারে না এমন বা গোপনীয় (“বিটা ফিচার”) হিসেবে শনাক্ত করা হয়েছে।  ট্রাভেল পার্টনার বিটা ফিচার বা সর্বজনীন নয় এমন কোনও বিটা ফিচারের শর্তাবলী বা উপস্থিতি থেকে তৈরি বা সেটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ নাও করতে পারে।  Google বা তার অ্যাফিলিয়েট যেকোনও সময় বিটা ফিচার সহ পরিষেবা সাসপেন্ড, পরিবর্তন বা বন্ধ করে দিতে পারে।  এই শর্তাবলীর উদ্দেশ্য অনুযায়ী, “অ্যাফিলিয়েট” হল এমন একটি এন্টিটি যা বিভিন্ন সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রিত হয় অথবা Google-এর সাধারণ নিয়ন্ত্রণের অধীনে কাজ করে।

 

2. অ্যাকাউন্ট।  ট্রাভেল পার্টনারের Hotel Center-এর ব্যবহার Google-এর মাধ্যমে এক বা একাধিক অ্যাকাউন্ট তৈরি ও তার অনুমোদনের উপর নির্ভর করে।  মাঝে মাঝে অ্যাকাউন্ট যাচাই করার জন্য, Google-এর অতিরিক্ত তথ্য প্রয়োজন হতে পারে, যার মধ্যে পড়ে আইনি এন্টিটির নাম, অফার করা ব্যবসা, প্রাথমিক যোগাযোগের তথ্য, ফোন নম্বর, ঠিকানা ও প্রাসঙ্গিক ডোমেনের নাম। ট্রাভেল পার্টনার Hotel Center ব্যবহার করার ব্যাপারে দায়বদ্ধ, যার মধ্যে পড়ে অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস ও ব্যবহার, অ্যাকাউন্টের মাধ্যমে এবং অ্যাকাউন্টের ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড রক্ষা করার কৌশল অবলম্বন করে Hotel Center-এ জমা দেওয়া কন্টেন্ট।

 

3. নীতি। 

a. ট্রাভেল পার্টনারের Hotel Center-এর ব্যবহার নিম্নলিখিত শর্তাবলী অনুযায়ী পরিচালিত হয়, (১) Google-এর প্রযোজ্য নীতি যাhttps://support.google.com/hotelprices/topic/11077677-এ উপলভ্য এবং ট্রাভেল পার্টনারের জন্য Google-এর মাধ্যমে উপলভ্য অন্যান্য সব নীতি, যা মাঝে মাঝে Google-এর মাধ্যমে পরিবর্তিত হতে পারে (সামগ্রিকভাবে, “নীতি”), (২) এই শর্তাবলী এবং (৩) ট্রাভেল পার্টনারের প্রযোজ্য আইন মেনে চলা। 

b. Hotel Center-এর সাপেক্ষে, (১) Google-এর গোপনীয়তা নীতি Google মেনে চলবে যা এই লিঙ্কে উপলভ্য google.com/policies/privacy (এটি মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে) এবং (২) প্রযোজ্য সীমার মধ্যে, Google এবং ট্রাভেল পার্টনার Google কন্ট্রোলার ও কন্ট্রোলারের ডেটা সুরক্ষার শর্তাবলী মেনে চলে যা https://privacy.google.com/businesses/gdprcontrollerterms/ (“ডেটা সুরক্ষা শর্তাবলী”)তে বর্ণনা করা হয়েছে।  ডেটা সুরক্ষা শর্তাবলীর অধীনে স্পষ্টভাবে অনুমতি প্রদত্ত বিষয়গুলি ছাড়া ডেটা সুরক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তাবলী Google পরিবর্তন করবে না।

 

4. ট্রাভেল পার্টনারের কন্টেন্ট।

a. এতদ্বারা ট্রাভেল পার্টনার, Google বা তার অ্যাফিলিয়েটের প্রোডাক্ট ও পরিষেবার সাপেক্ষে, Google এবং তার অ্যাফিলিয়েটকে কন্টেন্ট ব্যবহার করার জন্য (মেধা সম্পত্তির অধিকারের মাধ্যমে নিরাপত্তার সীমা পর্যন্ত) একটি চিরকালীন, অপরিবর্তনীয়, বিশ্বজোড়া এবং ফ্রি লাইসেন্সের অনুমোদন দেয়। ট্রাভেল পার্টনার এই বিষয়ে সম্মতি দেয় যে Google ও তার অ্যাফিলিয়েট, আমাদের জন্য পরিষেবা সম্পাদন করা কন্ট্র্যাক্টর ও আমাদের ব্যবহারকারীদের এই অধিকারের সাবলাইসেন্স প্রদান করতে পারে যাতে তারা Google-এর বা তার অ্যাফিলিয়েটের প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করার সাপেক্ষে সংশ্লিষ্ট কন্টেন্ট ব্যবহার করতে পারে।

b. ট্রাভেল পার্টনারের জমা দেওয়া কন্টেন্টে URL বা একই ধরনের কন্টেন্ট থাকলে, এতদ্বারা ট্রাভেল পার্টনার, Google এবং তার অ্যাফিলিয়েটকে URL ও সংশ্লিষ্ট URL-এর মাধ্যমে উপলভ্য কন্টেন্ট (“গন্তব্য”) অ্যাক্সেস, ইন্ডেক্স, ক্যাশে বা ক্রল করার অধিকার দেয়।  উদাহরণস্বরূপ, Google সংশ্লিষ্ট URL-এর সাথে সম্পর্ক যুক্ত ওয়েবসাইট পুনরুদ্ধার ও বিশ্লেষণ করতে একটি স্বয়ংক্রিয় সফ্টওয়্যার প্রোগ্রাম ব্যবহার করতে পারে।  ট্রাভেল পার্টনার এই মর্মে সম্মতি জানায় যে গন্তব্য থেকে Google বা তার অ্যাফিলিয়েটের মাধ্যমে সংগ্রহ করা যেকোনও কন্টেন্টকে 'কন্টেন্ট' বলে ধরা হবে এবং এই শর্তাবলী অনুযায়ী সেগুলি ব্যবহার করা হবে।

c. Hotel Center ব্যবহার করার মাধ্যমে, ট্রাভেল পার্টনার, Google-কে Google-এর অনুমোদিত কন্টেন্ট ব্যবহারের সাথে সম্পর্ক যুক্ত যেকোনও ট্রেডমার্ক, পরিষেবা চিহ্ন, ট্রেড নাম, মালিকানা সংক্রান্ত লোগো, ডোমেন নাম এবং অন্য যেকোনও সোর্স বা ব্যবসা সংক্রান্ত শনাক্তকারী ব্যবহার করার অনুমোদন দেয়।

 

5. পরীক্ষা করা।  ট্রাভেল পার্টনার Google ও তার অ্যাফিলিয়েটকে (ক) নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা চালানোর অনুমতি দেয় যা ট্রাভেল পার্টনারের পরিষেবার ব্যবহারকে (যার মধ্যে গন্তব্য, কোয়ালিটি, র‌্যাঙ্কিং, পারফর্ম্যান্স, ফর্ম্যাটিং ও অন্যান্য অ্যাডজাস্টমেন্টের সাথে সম্পর্কিত বিষয় পড়ে) প্রভাবিত করতে পারে এবং এর জন্য ট্রাভেল পার্টনারকে আগে থেকে কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয় না এবং (খ) অ্যাক্সেস করার জন্য গন্তব্যের পুনরুদ্ধার ও বিশ্লেষণ স্বয়ংক্রিয় করা ও পরীক্ষা সংক্রান্ত ক্রেডেনশিয়াল তৈরি করার অনুমতি দেয়।

 

6. ওয়ারেন্টি, অধিকার ও দায়বদ্ধতা।  ট্রাভেল পার্টনার এই মর্মে ওয়ারেন্টি দিয়েছেন এবং উপস্থাপন করেছেন যে (ক) ট্রাভেল পার্টনারের কাছে এই শর্তাবলীতে প্রবেশ করার সম্পূর্ণ ক্ষমতা ও অনুমোদন রয়েছে, (খ) বিভাগ ৪-এ যেমন বর্ণনা করা হয়েছে, তেমনভাবে ট্রাভেল পার্টনার লাইসেন্স ও অনুমতি প্রদান করার অধিকার সংরক্ষণ করে এবং সেটি বজায় রাখবে, (গ) ট্রাভেল পার্টনার এমন কোনও কন্টেন্ট প্রদান করবে না যা নীতি, প্রযোজ্য আইন বা যেকোনও প্রযোজ্য গোপনীয়তা নীতি লঙ্ঘন করে বা থার্ড-পার্টির মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন করে, (ঘ) ট্রাভেল পার্টনারের কাছে প্রয়োজনীয় সব অধিকার ও সম্মতি আছে যাতে প্রযোজ্য ডেটা সংক্রান্ত গোপনীয়তা বা ডেটা সুরক্ষা আইন বা নিয়মের অধীনে প্রদত্ত নিরাপত্তা অনুযায়ী কোনও ব্যক্তির থেকে বা তার সম্পর্কে সংগ্রহ করা তথ্য Google-এর অ্যাক্সেসের জন্য উপলভ্য করাতে পারে এবং (ঙ) ট্রাভেল পার্টনারের মাধ্যমে প্রদত্ত তথ্য ও অনুমোদন (যার মধ্যে ট্রাভেল পার্টনারের অফার ডিসপ্লে করার জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট-সম্পর্কিত সব ডিসক্লোজার পড়ে) সম্পূর্ণ, সঠিক ও সাম্প্রতিক হয় এবং তা একই রূপে বজায় রাখা হবে।

 

7. ডিসক্লেমার।  সম্পূর্ণ রূপে আইনগতভাবে অনুমোদিত হিসেবে, Google ও তার অ্যাফিলিয়েট সব ওয়ারেন্টির দায়িত্ব ত্যাগ করে, সেখানে  প্রযোজ্য, বিধিবদ্ধ বা অন্যথায় এর মধ্যে আইন লঙ্ঘন না করা, সন্তোষজনক কোয়ালিটি, বিক্রয়যোগ্যতা বা যেকোনও উদ্দেশ্যের জন্য উপযুক্ততার মতো বিষয় থাকুক বা না থাকুক তা বিচার করা হয় না। তাছাড়া, এর মধ্যে কোনও কিছুর ব্যাপারে ব্যবসায়িক ডিল বা ট্রেডিং ব্যবহারের কারণে তৈরি হওয়া যেকোনও ওয়ারেন্টিও পড়ে।  সম্পূর্ণ রূপে আইনগতভাবে অনুমোদিত হিসেবে, Hotel Center এবং তার সম্পর্কিত পরিষেবা "যেমন আছে, তেমন", "যেমন উপলভ্য হয়, তেমন" এবং "সব ত্রুটি সহ" প্রদান করা হয় এবং ব্যবসায়ী এগুলি তার নিজের ঝুঁকিতে ব্যবহার করেন। Google এবং তার অ্যাফিলিয়েট Hotel Center বা তার সম্পর্কিত পরিষেবা বা তার থেকে উদ্ভূত কোনও ফলাফলের সাথে সম্পর্কিত বিষয়ের জন্য কোনও গ্যারেন্টি প্রদান করে না। Google এবং তার অ্যাফিলিয়েট ব্যবসায়ীকে ত্রুটি বা সমস্যার ব্যাপারে জানানোর ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দেয় না।

 

8. বাধ্যবাধকতার সীমাবদ্ধতা।  সম্পূর্ণ রূপে আইনগতভাবে অনুমোদিত হিসেবে, দাবির তত্ত্ব বা প্রকার যাই হোক না কেন, (ক) Google এবং তার অ্যাফিলিয়েট এই শর্তাবলীর অধীনে বা এই শর্তাবলী অনুযায়ী সম্পাদিত কোনও পারফর্ম্যান্সের সাথে সম্পর্কিত কোনও ঘটনার সাপেক্ষে প্রত্যক্ষ নয় এমন কোনও ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না। এমনকি যদি Google বা তার কোনও একটি অ্যাফিলিয়েট এই ব্যাপারে জ্ঞাত থাকে যে সংশ্লিষ্ট অন্য প্রকারের ক্ষতি ঘটা সম্ভব এবং এমনকি যদি প্রত্যক্ষ ক্ষতির জন্য কোনও সমাধান না পাওয়া যায়, তবুও, তাদের দায়বদ্ধ হিসেবে দেখা হবে না এবং (খ) Google এবং তার অ্যাফিলিয়েটকে এই শর্তাবলীর অধীনে কোনও ক্ষতির জন্য অথবা এই শর্তাবলী অনুযায়ী সম্পাদিত কোনও পারফর্ম্যান্সের সাথে সম্পর্কিত কোনও ঘটনার সাপেক্ষে প্রদত্ত ঘটনা বা সম্পর্কিত ঘটনার সিরিজের জন্য USD $৫,০০০-এর বেশি ক্ষতিপূরণ প্রদানের জন্য দায়বদ্ধ করা হবে না।

 

9. ক্ষতিপূরণ।  সম্পূর্ণ রূপে প্রযোজ্য আইনগতভাবে অনুমোদিত হিসেবে, ট্রাভেল পার্টনার, Google, তার অ্যাফিলিয়েট, এজেন্ট ও লাইসেন্স প্রদানকারীকে, সব দায়বদ্ধতা, ক্ষতি, হানি, খরচ, ফি (এর মধ্যে আইনি প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় ফি পড়ে) এবং ট্রাভেল পার্টনারের কন্টেন্ট, গন্তব্য, Hotel Center-এর ব্যবহার, এর সম্পর্কিত ব্যবহার বা ট্রাভেল পার্টনারের মাধ্যমে এই শর্তাবলীর কোনও লঙ্ঘনের জন্য উত্থাপিত বা তার সাথে সম্পর্কিত যেকোনও ধরনের এবং নির্দিষ্ট সীমার ব্যাপ্তি পর্যন্ত থার্ড-পার্টি আইনি প্রক্রিয়ার জন্য হওয়া খরচ করা থেকে সুরক্ষা দেবে এবং তাদের হয়ে ক্ষতিপূরণ করবে।

 

10. সমাপন।  (ক) ট্রাভেল পার্টনার এই শর্তাবলী, যেকোনও নীতি বা প্রযোজ্য আইন লঙ্ঘন করলে, (খ) কোনও আইনি প্রক্রিয়া বা কোর্টের নির্দেশ মেনে চলার জন্য Google-কে এরূপ কাজ করার প্রয়োজন হলে অথবা (গ) ট্রাভেল পার্টনারের কোনও কাজ বা আচরণকে অন্য কোনও ট্রাভেল পার্টনার, থার্ড-পার্টি বা Google-এর জন্য কোনও ক্ষতি হিসেবে Google দেখলে, Hotel Center, পরিষেবা বা অ্যাকাউন্ট ট্রাভেল পার্টনারের অ্যাক্সেস করা বা তার ব্যবহার করা সীমিত, সাসপেন্ড বা বন্ধ (সম্পূর্ণত বা আংশিক) করার অধিকার Google সংরক্ষণ করে। ট্রাভেল পার্টনার যদি মনে করেন যে তার Hotel Center, পরিষেবা বা অ্যাকাউন্ট অ্যাক্সেস করা ভুলবশত সীমিত, সাসপেন্ড বা বন্ধ করা হয়েছে, তাহলে আমাদের নীতিতে বর্ণিত আপিল প্রক্রিয়া দেখুন। ট্রাভেল পার্টনার অ্যাকাউন্ট এবং Hotel Center ব্যবহার করা বন্ধ করে, এই শর্তাবলী মেনে চলা যেকোনও সময় সমাপ্ত করতে পারেন।

 

11. শর্তাবলীতে করা পরিবর্তন।  Google কোনও প্রকার বিজ্ঞপ্তি না পাঠিয়েই এই শর্তাবলীতে বস্তুগত নয় এমন পরিবর্তন করতে পারে, কিন্তু এই শর্তাবলীতে কোনও বস্তুগত পরিবর্তন করার জন্য Google অগ্রিম বিজ্ঞপ্তি প্রদান করবে। শর্তাবলীতে করা কোনও পরিবর্তন অতীতের কোনও তারিখ থেকে প্রযোজ্য হবে না এই পৃষ্ঠাতে বিজ্ঞপ্তি পোস্ট করার ৭ দিনের মধ্যে সেই পরিবর্তন কার্যকর করা হবে। যদিও কোনও আইনি প্রয়োজন বা কোনও জরুরি পরিস্থিতিতে (যেমন, ক্রমাগত চলতে থাকা কোনও অপব্যবহার প্রতিরোধ করার জন্য) বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হবে।

 

12. পরিচালনাকারী আইন; বিবাদের নিষ্পত্তি। এই শর্তাবলী বা Hotel Center-এর সাতে সম্পর্কিত বা তার থেকে উদ্ভূত সব দাবি ক্যালিফোর্নিয়ার আইনের মাধ্যমে পরিচালিত হবে, যদিও তার মধ্যে ক্যালিফোর্নিয়ার আইনি নিয়মের বিরোধ অন্তর্ভুক্ত করা হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের সান্টা ক্লারা কাউন্টির ফেডারেল বা স্টেট কোর্টে একচেটিয়াভাবে এই বিরোধের আইনি নিষ্পত্তি করা হবে; যেখানে সেইসব কোর্টের ব্যক্তিগত এখতিয়ারের ব্যাপারে মামলার সংশ্লিষ্ট পক্ষগুলি সম্মতি প্রদান করে।  ট্রাভেল পার্টনার কোনও প্রযোজ্য আইনি এখতিয়ারের মধ্যে অবস্থিত হলে, ট্রাভেল পার্টনার সেক্ষেত্রে এই শর্তাবলী বা Hotel Center-এর সম্পর্কিত বিষয়ে উদ্ভূত বিবাদের মধ্যস্থতার মাধ্যমে Google-এর সাথে সমাধান করার জন্যও আবেদন জানাতে পারে। আমরা যেসব মধ্যস্থতাকারীদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে চাই, তাদের ব্যাপারে আরও বিবরণ এবং কীভাবে মধ্যস্থতার জন্য অনুরোধ করতে হয়, সেই সম্বন্ধে নির্দেশাবলী এখানে খুঁজুন। প্রযোজ্য আইনের ক্ষেত্রে কোনও প্রয়োজন ছাড়া, মধ্যস্থতা করা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় এবং ট্রাভেল পার্টনার বা Google কেউই মধ্যস্থতার মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করার ব্যাপারে দায়বদ্ধ নয়।

 

13. বিবিধ। (ক) এই শর্তাবলীর মধ্যে সংশ্লিষ্ট পক্ষের মধ্যে হওয়া বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সমগ্র চুক্তি অন্তর্ভুক্ত আছে এবং এই শর্তাবলী এই বিষয়ে হওয়া যেকোনও পূর্ববর্তী বা সমকালীন চুক্তির স্থান অধিকার করে। এই চুক্তিগুলির মধ্যে ট্রাভেল পার্টনারের এই শর্তাবলী মেনে নেওয়ার পরে, জমা দেওয়া কন্টেন্টের জন্য Google ও ট্রাভেল পার্টনারের মধ্যে হওয়া যেকোনও কন্টেন্ট লাইসেন্স চুক্তি পড়ে। (খ) ট্রাভেল পার্টনার এই শর্তাবলীর মাধ্যমে প্রকাশিত সম্পর্কের ব্যাপারে কোনও সর্বজনীন স্টেটমেন্ট দেবে না (আইনি প্রয়োজন ছাড়া)। (গ) বিভাগ ১১-তে বর্ণিত Google-এর মাধ্যমে সম্পাদিত শর্তাবলীর পরিবর্তন ছাড়া, এই শর্তাবলীর যেকোনও সংশোধনের ব্যাপারে অবশ্যই দুই পক্ষকেই সম্মতি জানাতে হবে এবং অবশ্যই এই মর্মে স্পষ্টভাবে জানাতে হবে যে এই শর্তাবলীতে সংশোধন করা হচ্ছে। (ঘ) নীতি পালন করার সমাপন বা লঙ্ঘনের যেকোনও বিজ্ঞপ্তি অবশ্যই লিখিত আকারে অপর পক্ষের আইনি বিভাগের ঠিকানায় (অথবা অপর পক্ষের আইনি বিভাগ আছে কিনা তা জানা না থাকলে, অপর পক্ষের প্রাথমিক ঠিকানাতে বা ফাইলে প্রদত্ত অন্য ঠিকানায়) পাঠাতে হবে। ইমেল হল লিখিত বিজ্ঞপ্তি। Google-এর আইনি বিভাগে বিজ্ঞপ্তি পাঠানোর জন্য ইমেল আইডি হল legal-notices@google.com  ট্রাভেল পার্টনারকে পাঠানোর জন্য অন্য সব বিজ্ঞপ্তি লিখিত আকারে ট্রাভেল পার্টনারের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ইমেল আইডিতে পাঠানো হবে।  Google-কে পাঠানোর জন্য অন্য সব বিজ্ঞপ্তি লিখিত আকারে Google-এর কাছে নথিভুক্ত ট্রাভেল পার্টনারের প্রাথমিক যোগাযোগের ঠিকানায় বা Google-এর কাছে উপলভ্য অন্য কোনও পদ্ধতিতে পাঠানো হবে। বিজ্ঞপ্তিকে প্রাপ্তি স্বীকার সহ প্রদান করা, লিখিত বা ইলেকট্রনিক মাধ্যমে কনফার্ম করা হিসেবে ধরা হবে। এই বিজ্ঞপ্তির প্রয়োজনীয়তা এমন কোনও প্রক্রিয়ার আইনি পরিষেবার জন্য প্রয়োগ করা হয় না, যা এর পরিবর্তে প্রযোজ্য আইনের মাধ্যমে পরিচালিত হয়। (ঙ) এই শর্তাবলীতে বর্ণিত কোনও অধিকার প্রয়োগ না করা হলে (অথবা সেই প্রয়োগে কোনও দেরি হলে), কোনও পক্ষকেই ধরে নেওয়া হবে না যে তারা সেই অধিকারের স্বত্ত্ব পরিত্যাগ করেছে। (চ) এই চুক্তির কোনও বিধান অবলবৎযোগ্য হিসেবে দেখা গেলে, সেই বিধানের প্রয়োগ বন্ধ করে দেওয়া হবে এবং শর্তাবলীর বাকি বিধান পূর্ণ শক্তিতে ও প্রভাবে বজায় থাকবে। (ছ) Google-এর অগ্রিম লিখিত সম্মতি ছাড়া এই শর্তাবলীর অধীনে ট্রাভেল পার্টনার তার কোনও অধিকার বা দায়বদ্ধতাকে অ্যাসাইন নাও করতে পারে।  (জ) এই শর্তাবলীর কোনও থার্ড-পার্টি সুবিধাভোগী নেই। (ঝ) এই শর্তাবলীর মাধ্যমে শর্তাবলীতে অংশগ্রহণকারী পক্ষদের মধ্যে কোনও এজেন্সি, পার্টনারশিপ, যৌথ অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা বা চাকরিতে নিয়োগ সংক্রান্ত সম্পর্ক গড়ে ওঠে না। (ঞ) এই শর্তাবলীর মেয়াদ শেষ হওয়া বা তার সমাপনের পরেও এর বিভাগ ১, ৪, ৬-১০ ও ১২-১৩-এর কার্যকারিতা বজায় থাকে। (ট) যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের বাইরে ঘটা কোনও পরিস্থিতির কারণে হওয়া কোনও ব্যর্থতা বা নির্দিষ্ট সীমার ব্যাপ্তি পর্যন্ত পারফর্ম্যান্সের ক্ষেত্রে হওয়া দেরির জন্য কোনও পক্ষ বা তার অ্যাফিলিয়েট দায়বদ্ধ থাকে না।